শিঘ্রই বাজারে আসতে চলেছে VIVO Z1 Pro ফোন


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
1193

ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে Z1 Pro ফোনের ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।নতুন Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা সেটাপ, এবং ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart এ Vivo Z1 Pro এর জন্য আলাদা পেজ তৈরী হয়েছে।Vivo জানিয়েছে Z1 Pro ফোনে চিপসেটে থাকছে Snapdragon 712

Processor। অনেকে ভাবছেন অনেকে Vivo Z5x এর নাম বদলে ভারতে আনা হচ্ছে Vivo Z1 Pro। এইফোনের পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে একটি 32
মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ফোন্র ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি যাকে চার্জ করতে ব্যভার করা হবে 18W এর ফাস্ট চারর্জারের। কবে এই ফোন ভারতে লঞ্চ হবে তা এখনও যানা যায়নি।

VIVO Phones on Discounts sales 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট