কলকাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে সরকারি স্বাস্থ্য পরিষেবায় চরম অচলাবস্থা শুরু হয়েছিল রাজ্য জুড়ে। অবশেষে জট কাটল। কর্মবিরতি তুলে নিলেন জুনিয়ার ডাক্তাররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষ করে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল এনআরএস হাসপাতালে এসে পৌঁছান। সেখানে অন্যান্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিয়ে জিবি বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। যত দ্রুত সম্ভব তারা কাজে যোগ দেবেন বলেও জানান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আশ্বস্ত হয়েই তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন বলেও জানান। এর পরপরই তারা এনআরএস হাসপাতালে যে গেটে তালা দিয়ে আন্দোলন চালাচ্ছিলেন সেই তালা ভেঙে দেন তারা। আগামীকাল সকাল থেকেই স্বাস্থ্যপরিসেবা রাজ্যজুড়ে স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে।