কলকাতা : অবশেষে জেদাজেদি ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে নবান্নে গিয়ে বৈঠক করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আলোচনা ফলপ্রশু হয়েছে বল দু’পক্ষের তরফ থেকেই দাবি করা হয়েছে। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের লক্ষী ছেলে বলে সম্বোধন করেন। নবান্নে যখন বৈঠক চলে সেইসময় টিভির পর্দায় চোখ ছিল এনআরএস-এ আন্দোলনকারি জুনিয়র ডাক্তারদের। বৈঠক শেষ হতেই একপ্রকার বিজয় উল্লাস শুরু হয়ে যায় এনআরএস-এর ইমার্জেন্সির সামনে। তারস্বরে মাইক বাজিয়ে শ্লোগান দিতে থাকের জুনিয়র ডাক্তাররা।
মুর্হূমুহু শ্লোগান ওঠে “আমরা কারা লক্ষী ছেলে। “যখন হাসপাতালের বিভিন্ন বিভাগে বহু মুমূর্ষু রোগী ভর্তি রয়েছেন সেইসময় তারস্বরে মাইকে শ্লোগানের বন্যা বয়ে যায়। এদিনের বৈঠককে নৈতিক জয় বলেই দাবি করেন আন্দোলনকারী হবু ডাক্তাররা।