এনসেফালাইটিস এর প্রকোপে বিহারে দেখা দিল মৃত্যু মিছিল


সোমবার,১৭/০৬/২০১৯
402

বিহার: এনসেফালাইটিস এর প্রকোপে বিহারে দেখা দিল মৃত্যুমিছিল, শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন। বিহারের গত ১৬ দিনে দেখা দিয়েছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম তার ফলে মৃত্যু হাসপাতাল খবর সূত্রে এখনো পর্যন্ত ১২৫জন শিশুর।হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩০০ শিশু। মুজফফরপুরে এনসেফেলাইটিসে মৃত শিশুর সংখ্যা ১০১ , হাজিপুরে মৃত ১১ জন শিশু, সমস্তিপুরে মৃত্যু ৫ শিশুর,পটনা,বেগুসারাই নবাদাতে মৃত্যু ৩ শিশুর।

প্রাথমিকভাবে প্রচণ্ড জ্বর, খিঁচুনি ও মাথা ব্যাথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুদের। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮৩জন শিশুর মৃত্যু হয়েছে। কেজরিওয়াল হাসপাতালে মৃত্যু হয়েছে ১৭জন শিশুর। এদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের কম ।রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে হাইপোগ্লাইসেমিয়া বা নিম্ন মাত্রার ব্লাড সুগারের জন্যই এই রোগের সূত্রপাত। কিন্তু এই বক্তব্য মানতে নারাজ চিকিৎসক মহল । তাঁদের মতে নিজেদের গাফিলতি ঢাকতেই এরকম বক্তব্য দিয়েছে রাজ্য সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট