ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়ায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে সংবর্ধনা দেয় ঝাড়গ্রাম জেলা বিজেপি। ওই সভামঞ্চ থেকে তৃণমূল নেতাদের হুশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন,‘দিদির মন্ত্রীরা এত অত্যাচার ও টাকা লুঠ করেছেন, যেখানে যাচ্ছেন সেখানে তাড়া খাচ্ছেন। মানুষের ভয় কেটে গিয়েছে, তাই উচিত শিক্ষা দিচ্ছে। মন্ত্রী নেতারা কোথায় পালাবে? বিহার এবং ওড়িশাতে বিজেপি রয়েছে। আটকে রেখে দেবে। গরমের সময় গাছে বেঁধে দেবে। জলও খেতে দেবে না। বুঝতে পারবেন মজা কি রকম? আমাদের সঙ্গে যেমন ব্যবহার করেছেন, তার যোগ্য জবাব দেওয়া হবে।’
তৃণমূল নেতা-মন্ত্রীদের বিহার,ওড়িশাতেও গরমের সময় গাছে বেঁধে দেবে জলও খেতে দেবে না হুশিয়ারি দিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ
সোমবার,১৭/০৬/২০১৯
502