জাদু দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর ম্যানড্রেক


সোমবার,১৭/০৬/২০১৯
1008

জাদু দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর ম্যানড্রেক। তিনি হাত পা বেধে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেছেন বলে জানা গিয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও মেলেনি দেহ। যানা গেছে সোনা পুরের বাসিন্দা ছিলেন তিনি নাম চঞ্চল লাহিড়ী, এবং ম্যাজিশিয়ান ম্যানড্রেক নামে তাকে চিনত সবাই। রবিবার সকালে মিলেনিয়াম পার্ক থেকে মাঝ গঙ্গায় আসেন জাদুকর চঞ্চল লাহিড়ী। সেখানেই শুরু করেন জাদুর প্রস্তুতি।

এই ম্যাজিকটি করতে প্রাণের অনেক ঝুঁকি ছিল। বেঁধে দেওয়া হয় ম্যাজিশিয়ানের হাত-পা শিকল দিয়ে,হাত-পা বাঁধা অবস্থায় ট্রেনে করে জাদুকরকে ফেলা হয় মাস গঙ্গায় বাঁধন ছাড়িয়ে তার উঠে আসাটাই ছিল ম্যাজিক।কিন্তু এই ম্যাজিক করতে গিয়ে জাদুঘর অদৃশ্য হয়ে যান গঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় গঙ্গায় নামেন তিনি কিন্তু আর ওঠেননি অনেকক্ষণ পরেজাদুকর না ওঠায় তার সহযোগী তারা নর্থ পোর্ট থানায় খবর জানান। সেখান থেকে খবর যাই রিভার পুলিশের কাছে শুরু হয় জাদুকর তল্লাশির খোঁজ। রবিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চলে কিন্তু, কোন খোঁজ মেলেনি জাদুকরের। যে ম্যাজিক করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে হয় সেই ম্যাজিক দেখানোর জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি এ নিয়ে জাদুকর চঞ্চলের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট