অনুব্রত-গড়ে বিজেপি এবার থাবা বসাল বিজেপি, দখল পঞ্চায়েত।এবার অনুব্রতর গড়ে থাবা বসাল বিজেপি। ডাবুক পঞ্চায়েত ময়ুরেশ্বর -১ ব্লকের ডাবুক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মোট পাঁচজন বিজেপিতে যোগদান করেন। অতনু চট্টোপাধ্যায়, বিধানসভার আহ্বায়ক উৎপল রুজ এবং জেলার প্রাক্তন সভাপতি অর্জুন সাহা তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।পঞ্চায়েত ভোটে ১৩ টি আসনের মধ্যে বিজিবি দুটি আর একটি সিপিএম পায় অন্য গুলিতে ছিলো তৃণমূলের সদস্য।
দল বদলের পর বিজেপির সদস্যের সংখ্যা দাঁড়ায় দুই থেকে সাতে।ফলে বিজেপি পৌঁছে যায় সংখ্যাগরিষ্ঠ আসনে।এদিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপেসাবসক্রাইব দের মধ্যে। সূত্রের খবর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান কল্যাণী গোস্বামী, উপপ্রধান পলাশ রজক সহ রত্না সরকার, পুষ্পিতা ঘোষ, মানিক বায়েন-সহ মোট পাঁচ সদস্য বিজেপিতে যোগদান করেন।