ফিরে এলেও ফিল্ডিংয়ে কতটা সাবলীল হতে পারবেন শিখর ধাওয়ান,ফিল্ডিং কোচ শ্রীধর তা নিয়ে সংশয়ে আছেন


শনিবার,১৫/০৬/২০১৯
598

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে প্যাট কামিন্সের বাউন্সারে চিড় ধরেছে শিখরের বাঁ হাতের বুড়ো আঙুলে।প্রাথমিক চিকিৎসার পর প্রাথমিক  চিকিৎসার পর পর্যবেক্ষণে থাকবেন ভারতীয় ওপেনার শিখর ধবন ১০ থেকে ১২ দিন বলে জানানো হয়েছে।

প্রথম একাদশের বাইরেই থাকতে হবে ওপেনার শিখরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের আগে তাঁর ফিরে আসার সম্ভাবনা নেই,পরিস্থিতি অনুযায়ী তারপর সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট,দলের ফিল্ডিং কোচ শ্রীধর সংশয়ে, ফিরে এলেও ফিল্ডিংয়ে ওপেনার শিখর কতটা সাবলীল হতে পারবেন? ভারতীয় দলের ফিল্ডিং কোচ শ্রীধর বলছেন, শিখর ধবন একজন ডান হাতি প্লেয়ার। ফিল্ডিংয়ে বল থ্রো করার ক্ষেত্রে শিখরের কোনও অসুবিধা হবে না। তবে সমস্যা হতে পারে স্লিপে দাঁড়ানো নিয়ে। এটা নিশ্চিত ভাবেই কঠিন হবে শিখরের পক্ষে। তুলনায় হাল্কা বল দিয়ে আমরা প্রথমে পরীক্ষা করব, তারপর ভারী বলের দিকে এগোব।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট