বোমা ও গুলির লড়াইয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল, নিহত ৩ তৃণমূল কর্মী


শনিবার,১৫/০৬/২০১৯
510

মুর্শিদাবাদ: সূত্রের খবর থেকে জানাগিয়ছেএ দিন ভোররাত থেকে অশান্তি ছড়ায় গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ায়। গুলি-বোমায় নিহত হয় তিনজন। আহত হন আরও অনেকে। এঁরা সকলেই তৃণমূলকর্মী বলে খবর পাওয়া গিয়েছে।মৃতদের নাম সোহেল রানা, রইদুল শেখ, খাইরুদ্দিন শেখ। কংগ্রেস ও সিপিএম কর্মীরা অভিযুক্তের শিকার কিন্তু সিপিএম ও কমগ্রেসের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷মুর্শিদাবাদের গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ায় অশান্তিপ্রবণ ছিলো ভোটের আগে থেকেই সেইসময়েই বেশ কয়েকজন দুষ্কৃতী কুচিয়ামোড়ের হালসানা পাড়ার বাসিন্দা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ আলতাব শেখকে খুন করেঅভিযোগ, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

স্থানীয় পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদেরকে জামিনে মুক্ত করা হয় তারপর তারা ফের সেই খুনের ঘটনায় জুড়িয়ে যায় বলে অভিযোগ এই ঘটনায় ১প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে নিহতদের লক্ষ্য করে গুলি চালান তারা।গুলি লাগে নিহত পঞ্চায়েত কর্মাধ্যক্ষের ছেলে সোহেল রানা, ভাই খাইরুদ্দিন মণ্ডল এবং প্রতিবেশী রহিদুল শেখের৷ রক্তাক্ত অবস্থায় বাড়িতেই লুটিয়ে পড়ে তারা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনজনেই৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট