পশ্চিম মেদিনীপুর :- টাকা পয়সা সংক্রান্ত নানা অভাবের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধু।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বেংদা গ্রামে।গত পরশু দিন গায়ে আগুন দেয় উমা রানা(২৩) এক গৃহবধু।তারপর স্থানীয়রা হাসপাতাল বন্ধ ভেবে তাকে প্রাথমিক চিকিৎসা করায়।গতকাল সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়।জানা গিয়েছে ওই মহিলা স্বামী সহ ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়িতে থাকত। তিনমাস আগে ওই মহিলার বাবা পথ দূর্ঘটনায় মারা যায়।তার কয়েকদিন পর গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে মৃতার মা।এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল ওই মহিলা।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পারিবারিক অভাবের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধু
শনিবার,১৫/০৬/২০১৯
605