নিজস্ব প্রতিবেদন; রবিবার চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের কাছে হারের পরে এই প্রথম ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। চলতি বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছে ভারতীয় দল। ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স এর উপর ভর করে পর পর ম্যাচ জিতে নিয়েছে বিরাটের ভারত। অন্যদিকে পাকিস্তান দল এই ম্যাচ জয় তুলে নিতে মরিয়া । ক্রিকেটের ইতিহাসে বরাবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা থাকে ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে ‘এই মুহূর্তে ভারত ১০০ শতাংশ ফেবারিট। অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টা। তার পরেই রবিবার বিশ্ব ক্রিকেটের মহারণে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ—ভারত ও পাকিস্তান। ফলে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের আগে উত্তেজনায় ফুটছেন প্রতিবেশী দুই দেশের ক্রীড়াপ্রেমীরা।
রবিবার চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ
শনিবার,১৫/০৬/২০১৯
604
বাংলা এক্সপ্রেস---