এভারেস্টের মাথায় বসল অটোমেটিক আবহাওয়া স্টেশন


শনিবার,১৫/০৬/২০১৯
354

আবার গবেষকদের আবহাওয়ার আগাম রিপোর্ট পেতে আর অসুবিধা হবে না। বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন বসল এভারেস্টের মাথায়।এটি পরিপূর্ণ অটোমেটিক আবহাওয়া দফতর। ন্যাশানাল জিওগ্রাফি সোশ্যাইটি ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এই প্রোজেক্টে যৌথভাবে কাজ করেছে। যৌথ প্রচেষ্টার দ্বারা বিশ্বের এই প্রথম এমন উচ্চতায় আবহাওয়া দফতর বসাতে সক্ষম হলেন বিজ্ঞানীরা। দুই উচ্চতায় বসানো হয়েছে স্টেশন একটি ৮,৪৩০ মিটার ও ওপরটি ৭,৯৪৫ মিটার। পরিপূর্ণ অটোমেটিক আবহাওয়া দফতর শুক্রবার থেকেই চালু হয়ে গিয়েছে।

এই দুটো স্টেশন ছাড়াও আরও পাঁচটি স্টেশন বসানো হয়েছে এভারেস্টের নানান উচ্চতায়। হিমবাহের আকার, অবস্থান ও ক্রমবর্তমান পরিস্থিত খতিয়ে দেখা হবে তাদের প্রাথমিক কাজ। আবহাওয়া দফতরটি পরিপূর্ণ অটোমেটিক হওয়ায় এগুলো দিন-রাত কাজ করবে। এছাড়াও আবহাওয়ার সব খুঁটিনাটিখুম্বু হিমবাহ ও এভারেস্ট বেস ক্যাম্পেই পাওয়া যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট