মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সমাধান করতে কর্মবিরতিকারী জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠালেন


শনিবার,১৫/০৬/২০১৯
561

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএস কাণ্ডের জেরে পরিস্থিতি সমাধান করতে কর্মবিরতিকারী জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠালেন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র মুখ্যমন্ত্রীর এই বার্তা নিয়ে পৌঁছে যান এনআরএস-এ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জুনিয়র ডাক্তারদের চারজন প্রতিনিধিকে নবান্নে যেতে বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু জুনিয়ার ডাক্তাররা নবান্ন যাবেন কিনা,তা এখনও স্পষ্ট করেননি তারা। সূত্র থেকে জানা গিয়েছে এনআরএস-এ গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে। তাকে ঘিরে “উই ওয়ান্ট জাস্টিস” শ্লোগানে ফেটে পড়ে আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী নিজে কেন্দ্র এনআরএস-এ আসছেন না কেন, এ প্রশ্নও তোলা হয় বলে জানা গিয়েছে।

এন আর এস এর অচলাবস্থা কাটাতে 4 জন সিনিয়র ডাক্তারের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানা গিয়েছে চারজন সিনিয়ার ডাক্তারদের মধ্যে নেতৃত্বে ছিলেন সুকুমার মুখোপাধ্যায়। এছাড়া আছেন মাখানলাল শাহা অভিজিৎ চৌধুরী ও অলকেন্দু ঘোষ এর মতো বিশিষ্ট চিকিৎসক। এই বৈঠক চলাকালীন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে এনআরএস-এ পাঠানো হয় বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট