শচীন টেন্ডুলকার মামলা করতে বাধ্য হলেন স্পার্টান নামে এক অস্ট্রেলিয়ান সংস্থার উপর। শচীনের অভিযোগ তার নামে ব্যবসা চালাচ্ছে তারা। শচীনে একাধিকবার তাদের বারণ করেছিলেন কিন্তু ব্যাগ সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টান কোনো মতে তার কথা শোনেননি। বাধ্য হয়ে শেষমেষ শচীনকে মামলা দায়ের করতে হলো তাদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান এই সংস্থাটি তিন বছর আগে শচীনের সঙ্গে চুক্তি করেছিল, চুক্তি অনুযায়ী তার নাম ছবি ব্যবহার করতে পারত স্পার্টান রা। শচীনকে ঘিরে এই চুক্তির নাম দেওয়া হয়েছিল শচীন বাই স্পার্টান।শচীনের অভিযোগ গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত তাকে চুক্তি বাবদ একটা টাকাও দেওয়া হয়নি, কিন্তু তার নাম ও ছবি তারা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে যাচ্ছিল।
শচীনের বক্তব্য তিনি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সংস্থার প্রচারের জন্য গিয়েছিলেন।একাধিকবার টাকার দাবি করা সত্ত্বেও সংস্থার কর্তারা কোন রকম ভাবে তার কথা কানে তোলেনি বলে অভিযোগ শচীনের।শচীন বাধ্য হয়ে তাঁকে চুক্তি বাতিল করতে হয়।এবং ছবি সহ নানা ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করতে বারণ করে দেন তিনি।এরপর সংস্থাটি তার কোনো বারণ ছিল না।এই কারণে শচীন মামলাটি দায়ের করেন।যদিও স্পার্টান এর তরফ থেকে এখনো এই মামলার ব্যাপারে কোন কিছু জানানো হয়নি।