বাড়িতে মাটি ফেলা নিয়ে গন্ডোগোল, বিজেপিকে সমর্থন করায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


শুক্রবার,১৪/০৬/২০১৯
415

বেলদা,পশ্চিম মেদিনীপুর: জায়গা ভরাট নিয়ে মাটি ফেলা কে কেন্দ্র করে বিজেপি সমর্থিত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কসবা আসন্দা গ্রামে।মারধরের ঘটনায় আহত দুই মহিলা সহ মোট ছয়জন বিজেপি সমর্থক।জানা গিয়েছে গতকাল বিজেপি সমর্থিত সেক সারাজুল রহমান ট্রাক্টরের করে জায়গা ভরাট এর জন্য মাটি আনতে গেলে বাধা দেয় তৃনমুল সমর্থিত বেশ কয়েকজন।এই ঘটনার প্রতিবাদ করলে আজ সকালে তাকে ঘিরে রড লাঠি বাঁশ দিয়ে আক্রমণ চালানো হয়।এলাকায় তৃণমূলের খারাপ ফল হওয়ায় এবং বিজেপিকে সমর্থন করার কারণে মারধর করা হয় বলে অভিযোগ আহতদের।

আজ সকালে শেখ সারাজুল রহমান চা খেয়ে বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়।অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে।রড লাঠি বাঁশ নিয়ে কাদের উপর আক্রমণ চালায় তৃণমূল। বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।মাথায় ও হাতে গুরুতর চোট রয়েছে শেখ সারাজুল এর।গুরুতর আহত অবস্থায় তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।ঘটনার পর এলাকায় আছে বেলদা থানার বিশাল পুলিশবাহিনী।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট