জমিজমা সংক্রান্ত কারণ নিয়ে মারধর মা’কে, অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক ছেলে


শুক্রবার,১৪/০৬/২০১৯
409

বেলদা,পশ্চিম মেদিনীপুর: নিম্ন মানসিকতার নজির।ছেলের হাতে প্রহৃতা হল জন্মদাত্রী মা।জমিজমার কারণ নিয়ে লাঠি বাঁশ দিয়ে মারধর মা কে।ঘটনা পশ্চিম মেদিনীপুর এর বেলদা থানার অন্তর্গত পাতলি গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় ওই প্রহৃতা রাইসেন বিবি(৮০) ভর্তি বেলদা গ্রামীণ হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন ওই বৃদ্ধার মাথায় ও চোখে আঘাত রয়েছে।জমিজমা নিয়ে প্রতিদিন মা এর সাথে ছেলে সেক মনসুরের সাথে ঝগড়া চলত।রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে,গতকাল রাত ৯ টার দিকে ছেলে মনসুর মারধর করে তার মাকে।গ্রামবাসীরা চিৎকার শুনে ছুটে গিয়ে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় রাইসেন বিবিকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।ঘটনার পর থেকে পলাতক ছেলে সেক মনসুর।বেলদা থানায় গ্রামবাসীদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।শুক্রবার লিখিত অভিযোগ জানাবে রাইসেন বিবির আত্মীয় ও গ্রামবাসীরা।তবে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট