নিজস্ব প্রতিবেদন ; আজ ২২ গজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড দল এই বছরের বিশ্বকাপ সফর দারুন শুরু করেছে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালি। এছাড়া তাদের টপ অর্ডার দারুন ছন্দে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল মুখিয়ে রয়েছে আজকের ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য। চলতি বিশ্বকাপ তারাও দারুন শুরু করেছে। এছাড়া তাদের দলে রয়েছে ক্রিস গেইল, রাসেলের মত বিগ হিটার। তাদের ব্যাটিং ঝড় যে কোন মুহুর্তে প্রতিপক্ষের সমস্ত হিসেব নিকেশ মুহুর্তে বদলে দিতে পারে। আজ শুক্রবার সাদাম্পটনের রোজ বোলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে আয়োজক দেশ ইংল্যান্ড। চোটের কারনে দক্ষিন আফ্রিকা ম্যাচে দলে ছিলেন না রাসেল। তবে বিশ্বকাপে ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে আজ, শুক্রবারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আন্দ্রে রাসেলের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
আজ ইংল্যান্ড এর মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
শুক্রবার,১৪/০৬/২০১৯
716
বাংলা এক্সপ্রেস---