এনসেফালাইটিসে মৃত্যু 45 শিশুরঅভিযোগ উঠেছে প্রশাসনিক গাফিলতিতে।মৃত্যু মিছিল অব্যাহত বিহারের মুজাফফরপুরে। সূত্রের খবর গত ২১ দিনে এনসেফালাইটিস সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জন শিশুর যাদের বয়স ছিল ১০ বছরেরও কম। অভিযোগ ওঠে প্রশাসনিক ব্যবস্থা অবনতির পরিপেক্ষিতে ।আরো জানা গিয়েছে বিহারের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও কেজরিওয়াল হাসপাতলে এখনো পর্যন্ত ১৭২ শিশু চিকিৎসাধীন। প্রাথমিকভাবে প্রচন্ড জ্বর ও খিচুনি হচ্ছে বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুদের ।হাইপোগ্লাইসেমিয়া বা কম ব্লাড সুগার লেভেলের জন্য এই রোগাক্রান্ত মনে করেন রাজ্য সরকার তবে এই মন্তব্য মানতে নারাজ রাজ্যের চিকিৎসা মহল ।চিকিৎসকদের বক্তব্য নিজেদের প্রশাসনিক গাফিলতি এড়াতেই এরকম বিবৃতি দেন রাজ্য সরকার।
এনসেফালাইটিসে মৃত্যু ৪৫ শিশুর
শুক্রবার,১৪/০৬/২০১৯
615