মহাবিশ্বে নিজস্ব স্পেস স্টেশন বানাতে চান ভারত তা জানাল ইসরো(ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণায় এই প্রথমবার একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে, এবার মহাকাশে ভারত তৈরি করতে চান নিজস্ব স্পেস স্টেশন।বৃহস্পতিবার ইসরো এর প্রধান শিবন এই মহাপদক্ষেপের কথা ঘোষণা করলেন। গগনায়ন মিশনে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইসরোর প্রধান।প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে,মহাকাশে আরো একটি স্পেস স্টেশন থাকবে ভারতেরও। ইসরোর প্রধান শিবন জানিয়েছেন, আমাদের প্রকল্প চালিয়ে যেতেই হবে, হিউম্যান স্পেস মিশন এর পরেই হবে বলে জানা গিয়েছে। নিজেদের একটি স্পেস স্টেশন থাকার পরিকল্পনা করছে ভারত।
মহাবিশ্বে নিজস্ব স্পেস স্টেশন বানাতে চান ভারত তা জানাল ইসরো(ISRO)
শুক্রবার,১৪/০৬/২০১৯
350