চিকিৎসকের কাছে দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল কাটোয়ার করোজগ্রামের ৩৬ বছরের যুবক সঞ্জয় ঘোষের। পাঁচ বছরের একটি ছেলে ও স্ত্রী রয়েছে সঞ্জয়ের। ময়না-তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবকে। সঙ্গে ছিলেন যুবক সঞ্জয় ঘোষের দাদা বিনয় ঘোষ। সঞ্জয় ঘোষের দাদা বিনয় ঘোষের দাবি,ভাইয়ের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে। হায়দরাবাদের একটি হোটেলে কাজ করত সঞ্জয় ঘোষ। থাইরয়েড ও হার্টে সমস্যা দেখা দিয়েছিল সঞ্জয় ঘোষের। মঙ্গলবার ভাইকে কল্যাণীতে এক চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে গিয়েছিল দাদা বিনয় ঘোষ।
বেলা সাড়ে ১২টা নাগাদ ত্রিবেণীতে আপ কাটোয়া লোকালে চেপে বাড়ি ফিরছিলেন দুই ভাই। তখন সঞ্জয় ঘোষ সুস্থই ছিল। ভ্যাপসা গরমে বেশ কষ্ট হচ্ছিল ট্রেনের কামরার ভিতরে যদিও ট্রেনের কামরার ভিতরে পাখা চলছিল। ট্রেনে গুপ্তিপাড়া ছেড়ে বেশ কিছুটা যেতেই গোঙাতে গোঙাতে নেতিয়ে পড়ে সঞ্জয় ঘোষ। অম্বিকা কালনা স্টেশনে যুবক সঞ্জয় ঘোষ নামানোর পরে তার দাদা বিনয় ঘোষ বুঝতে পারে ভাইয়ের দেহে আর প্রাণ নেই।