মামার বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
741

অষ্টম শ্রেণির ছাত্রী মামার বাড়ি মেলা উপলক্ষে রওনা হয়। পথে তার সাথে দেখা হয় পরিচিত এক যুবক ইমরান সর্দার। ইমরান সর্দার তাকে মামা বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাইকে উঠতে বলে। যদিও পরিচিত যুবক ইমরান সর্দারকে মেয়েটি আগে থেকেই চিনতো সেই কারণে ইমরানের বাইকে উঠতে আপত্তি করেনি কিশোরীটি। তারপর ইমরান সর্দার মেয়েটিকে তার মামা বাড়ি না নিয়ে গিয়ে নিয়ে যাই একটি নির্জন মাঠে এবং সেখানে তাকে ধর্ষণ করে।

মেয়েটি তার বাড়ির লোকেদেরকে তার ধর্ষণ করার ঘটনা জানিয়ে দেবে বলাতে ইমরান তাকে মারার হুমকি দিয়ে আত্মগোপন করে। মেয়েটি যখন তার বাড়িতে উক্ত ঘটনা জানাই তখন তার বাড়ির লোকেরা বারুইপুর থানাই আসে তাকে নিয়ে। তদন্তে নেমে পুলিশ ইমরান সর্দার কে গ্রেফতার করে এবং তাকে ১৪ দিনের জেল হেপাজাতের নির্দেশ দেন বারুইপুর মহকুমা আদালত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট