রান তাড়া করে হেরে গেলে বিরাট কোহলি সারা রাত ঘুমাতে পারে না


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
542

বিরাট কোহলি বিশ্বকাপের মাঝে ধরা দিলেন এক অন্য বিরাট কোহলি রুপে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আইসিসিতে একটি ভিডিও চ্যাটে নানা অজানা কথা সামনে এনেছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি একথা বলেছেন আমি আমার জীবনটাকে অনেকটাই বদলেছি আমার চরিত্র অনুযায়ী। বিরাট কোহলি একথা বলেছেন যে তিনি যখন খেলে, মাঠেই ফেলে আসে সবটা। তিনি আরও বলেছেন যে তিনি প্রত্যেক কাজের জন্যে সময়কে ভাগ করে নিয়েছেন। সেটা বিশ্রাম হোক বা খাওয়া হোক বা ট্রেনিংই হোক। সব কিছুই সাজিয়ে নিয়েছেন বিরাট।

বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। তিনি বলেছেন “আমি সব সময় উন্নতি করতে চাই”, “সব সময় শিখি”। তিনি যে এখনও শিখছেন সেটাও মনে করে দিয়েছেন। রান তাড়া করে খেলা তার কাছে খুব চ্যালেঙ্গিং জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও জানিয়েছেন যে রান তাড়া করে খেলতে তিনি ছোটো থেকেই পছন্দ করেন। এবং আজও যখন রান তাড়া করে খেলতে গিয়ে হেরে জান সারা রাত তিনি ঘুমাতে পারেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট