আবারও সন্ত্রাসবাদীদের হামলায় অশান্ত কাশ্মীর উপত্যকা


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
413

জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলার প্রায় এক মাস পর ফের আবার বুধবার বিকেলেকে পি চকে বাসস্ট্যান্ডের কাছে সন্ত্রাসবাদীদের হামলায় অশান্ত হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা।সিআরপিএফ নয়াজওয়ান ও সন্ত্রাসবাদীদের গুলির লড়ায়ে,সুত্রের খবর এখনও পর্যন্ত ৫ নয়াজওয়ান এর মৃত্য হয়েছে।তার মধ্যে আহত এক পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দা।আর যানা যাই যে, আহত এক পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দা।সিআরপিএফ এর পালটা গুলিতে নিহত হয়েছে এক সন্ত্রাসবাদী।অশান্ত উপত্যকাতে গুলির লড়াই এখনও চলছে বলে যানা গিয়েছে।

খবরে জানা গিয়েছে,হামলা চালানো হয় অটোমেটিক রাইফেল ও গ্রেনেড ছুড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট