আজ বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত নামছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
607

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; আর কয়েক ঘন্টার অপেক্ষা ,ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল। সেদিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। এই বছর বিশ্বকাপ অভিযান দুর্দান্ত শুরু করেছে বিরাট কোহলিরা। প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে পরাজিত করার পর, পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেও পরাজিত করেছে ভারতীয় দল। সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয় ভারতের ব্যাটিং এসেছে সাফল্য। যা যে কোন মুহুর্তে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে বাধ্য।  অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের অতীত রেকর্ড ভাল। ইতিমধ্যে তিনটির মধ্যে তিনটি ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

তবে অনেক বিশেষজ্ঞের মতে, এই ম্যাচে আসল লড়াই হবে দুইদেশের পেসারদের মধ্যে। এক দিকে যেমন আছেন বুমরা, ভুবি, হার্দিকরা, তেমনই অন্য দিকে আছেন বোল্ট, ফার্গুসন, হেনরি, নিসামের মতো তারকা।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত খেলেছিল রোহিত শর্মা এবং ধওয়নের জুটি। কিন্তু আগের ম্যাচে ধাওয়ানের চোটের পর আজকের ম্যাচে সেই জুটিতে বদল ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে নিউজিল্যান্ড দলের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালি। বোল্ট দারুন ফর্মে রয়েছেন ,বল হাতে তিনি যে কোন মুহুর্তে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন। আজকের ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না । গত কয়েক দিন ধরে নটিংহ্যামে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পূর্বাভাসও সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট