কলকাতা : এনআরএস কান্ডে জুনিয়ার ডাক্তাররা চিকিৎসক-নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি চালায়।এনআরএস হাসপাতালে ডাক্তার-নিগ্রহের ঘটনায় বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষের আভিযোগ,শুধু বহির্বিভাগে পরিষেবা বন্ধের কথা বলা হলেও এনআরএস-এ হাসপাতালে ইন্ডোরে, এমনকি জরুরি বিভাগেও কাজ হয়নি। জরুরি বিভাগেও গুরুতর অসুস্থ বা আহতকে পরিষেবা দেওয়া হচ্ছে না।পরিষেবা না-মেলায় ক্ষোভে ফেটে পড়েন রোগীদের আত্মীয়েরা।তাদের দিশাহারা হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে।পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা।চিকিৎসা না পাওয়াই সাধারন মানুষরা রাস্তায় ধর্নায় বসে যানবাহন পরিষেবা বন্ধ করে দেয় এনআরএস মেডিকেল এর সামনে।পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ।
এনআরএস কান্ডে জুনিয়ার ডাক্তাররা চিকিৎসক-নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি
বুধবার,১২/০৬/২০১৯
722