পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হলেন রশ্মি কোমল


বুধবার,১২/০৬/২০১৯
794

পশ্চিম মেদিনীপুর:- ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলস্তরে সংগঠনে প্রায় রোজই বদল আনছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাশপাশি একেইভাবে প্রশাসনিকস্তরেও নানা রদলবদল ঘটাচ্ছে নবান্ন। প্রায় রোজই বিজ্ঞপ্তি জারি করে প্রশাসনিক কর্তাদের অদলবদল করা হচ্ছে।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হলেন রশ্মি কোমল।। সেই জেলার বর্তমান জেলাশাসক পি এম গান্ধীকে দেওয়া হল রেজিঃ কো অপারেটিভ সোসাইটি।। রশ্মি কোমল এতদিন এক্সিকিউটিভ ডিরেক্টর W B I D C পদে ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট