নিজস্ব প্রতিবেদন ; রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচেই ব্যাট করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান টিম ইন্ডিয়ার ওপেনার। স্বাভাবিক ভাবে তার চোটের খবর ছড়িয়ে পরতেই শুরু হয়েছে জোর জল্পনা। চলতি বিশ্বকাপে দারুন ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। অজিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে তার ব্যাটে সেঞ্চুরী এসেছে। তবে সুত্রের খবর ভারতীয় দল মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নিয়েছে যে আহত শিখরকে দলের সঙ্গে এখানেই রেখে দেওয়া হবে। দলের সঙ্গে যে মেডিক্যাল টিম রয়েছে তাদের পর্যবেক্ষনেই তিনি আপাতত থাকবেন। দল অপেক্ষায় থাকছে। কত দ্রুত সু্স্থ হয়ে উঠতে পারেন শিখর তার জন্য।
শিখর ধাওয়ানের চোট নিয়ে শুরু হয়েছে জল্পনা
বুধবার,১২/০৬/২০১৯
768
বাংলা এক্সপ্রেস---