এনআরএস কাণ্ডে রাজ্যজুড়ে ডাক্তাররা চিকিৎসা পরিষেবা বয়কটের ডাক দিলেন


মঙ্গলবার,১১/০৬/২০১৯
615

এনআরএস কাণ্ডে রাজ্যজুড়ে ডাক্তাররা চিকিৎসা পরিষেবা বয়কটের ডাক দিলেন। এনআরএস-এর জুনিয়র ডাক্তার কে মারধোর করার ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হলো।সোমবার রাতে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ।রোগীর আত্মীয়দের দ্বারা ছোড়া ইটে মাথা ফেটে যাই এনআরএস মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় সহ আরো একজন জুনিয়র ডাক্তারের। রবিবার রাতে ট্যাংরার বিবি বাগানের বাসিন্দা মোহাম্মদ সহিদ কে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ,সোমবার বিকেলের পর থেকে রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে,কিন্তু চিকিৎসকরা চিকিৎসায় গাফিলতির কারণে মোহাম্মদ সহিদের মৃত্যু হয়। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস মেদিক্যালের আবহাওয়া।

ঘটনাকে কেন্দ্র করে জুনিয়ররা গেট বন্ধ করে দেন এবং বিক্ষোভে বসেন তারা।দফায় দফায় বৈঠকের পরও মেলেনি কোন সমাধান সূত্র বেরিয়ে যাওয়ার পরও অচলাবস্থা জারি রয়েছে এনআরএস হাসপাতালে।এই ঘটনাটি সামনে আসতেই রাজ্যজুড়ে প্রতিবাদ আর হিংসার পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কয়েকজন সরকারি মেডিকেল কলেজের ইন্টার্নরা প্রতিবাদে সামিল হন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট