“যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাদের জন্য কিছু করতে চাই”-যুবরাজ সিং


মঙ্গলবার,১১/০৬/২০১৯
664

২০১১ বিশ্বকাপের পর যুবরাজ সিং এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। আজ ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিশ্বকাপ চলাকালীন তার অবসর ঘোষণা করলেন। যুবরাজ সিং বলেন, অসংখ্য ক্রিকেট ভক্তের ভালোবাসা পেয়েছি, পরিবারকে সব সময় আমার পাশে পেয়েছি, ভারতের হয়ে আমি অনেক ম্যাচ খেলেছি, ন্যাটওয়েস্ট থেকে ২০১১ বিশ্বকাপ, একাধিক ম্যাচ সারা জীবন আমার মনে থাকবে। ক্যান্সার হওয়ার পর অনেকে ভাবছিলেন যে আমি আজ হয়তো ফেরত আসবো না। কিন্তু চিকিৎসক এবং পরিবার সব সময় পাশে থেকেছেন  আর আপনাদের আশীর্বাদ এর কারণে আজ আমি ফিরতে পেরেছি। তাই এইবার আমি সমাজে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাদের জন্য কিছু করতে চাই।

বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুবরাজ সিং অবসর নেওয়ার কথা ভাবছিলেন।বিসিসিআইয়ের একজনের কথা অনুসারে যুবরাজ সিং জিটি ২০ (কানাডা), ইউরো টি২০,আয়ারল্যান্ডে ফ্রীল্যান্স ক্যারিয়ার নিয়ে বিস্তারিত বিসিসিআইকে জানান।এর কারণ আইসিসি অনুমোদিত ফরেন টি২০ লিগে  খেললে,বিসিসিআই এর অনুমতি নিতে হবে।যুবরাজ সিং টেস্ট শেষ টেস্ট খেলেছিলেন ২০১২ সালে এবং সেই বছরে আইপিএলেও প্রায় বিলুপ্ত ছিলেন তিনি। পরে মুম্বাই ইন্ডিয়ান্স যুবরাজ সিং কে একেবারে বেস প্রাইসে চারটি ম্যাচ খেলেন একটি হাফ সেঞ্চুরি-সহ এবং 98 রান করেন তিনি আইপিএল এ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট