কলকাতা : বৈঠকেও মিলল না রফা সূত্র। রাতভোর রণক্ষেত্র এনআরএস। রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই খনণ্ডযুদ্ধ বাঁধে রোগী এবং জুনিয়র ডাক্তারদের। লাগাদার ইঁট বৃষ্টিতে গুরুতর জখম হন দুই জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিউরো সায়েন্সে চিকিৎসাধীন গুরুতর আহত পরিবহ মুখোপাধ্যায়-সহ আরও এক হবু চিকিৎসক। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরিবহ। তাঁর ফ্রন্টাল বোনে আঘাত গুরুতর। নিন্দনীয় এই ঘটনায় রোগীর পরিবারে দুজনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সূত্রের খবর নিউরো সায়েন্সে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ইতিমধ্যে এআরএসেও পৌঁছেগিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। এনআরএসের ঘটনার প্রতিবাদে কার্যত গর্জে উঠেছে গোটা রাজ্য। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। আশঙ্কা এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হবে চিকিৎসা পরিষেবা। ভোগান্তি বাড়বে রোগীদের।