গিরিশ কারনাড এর মৃত্যু ভারতের চলচ্চিত্র জগৎ ও নাট্য জগতে এক অপূরণীয় ক্ষতি


মঙ্গলবার,১১/০৬/২০১৯
433

সোমবার বিখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাডের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 81 বছর বয়সে গিরিশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্যাঙ্গালোরের তার বাসভবনে। অনেকদিন ধরেই তিনি বার্ধক্য জনিত রোগের কারণে অসুস্থ ছিলেন। আস্তে আস্তে তার অঙ্গ-প্রত্যঙ্গ গুলি কাজ করতে বন্ধ করে দেয়। বোম্বে শহরে তার জন্ম, কর্ণাটক থেকে তিনি প্রার্থমিক পড়াশোনা সেরে অক্সফোর্ডে ইউনিভার্সিটিতে রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তার অভিনয় করার শখ ছিল অনেক।তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি তে প্রেস এর চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় ও লেখালেখির কাজে মগ্ন হয়ে যান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শোক বার্তায় বলেন, বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাড এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। ব্যাঙ্গালোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, হিন্দি পনাটক ও চলচ্চিত্র জগতে তার অবদান অনেক। জ্ঞানপীঠ পদ্মশ্রী পদ্মভূষণ ও অন্যান্য পুরস্কারে সম্মানিত গিরিশ কারনাড এর মৃত্যু ভারতের চলচ্চিত্র জগৎ ও নাট্য জগতে এক অপূরণীয় ক্ষতি। ভাবি আমি তার পরিবার-পরিজন ও অন্যান্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট