শান্তির বার্তা নিয়ে কেশপুরে দেব


সোমবার,১০/০৬/২০১৯
561

পশ্চিম মেদিনীপুর:- ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক দাস অধিকারী ওরফে দেব দ্বিতীয়বার সাংসদ হয়ে এই প্রথম নিজের এলাকায় এলেন আজ কেশপুর ব্লক এর এক নম্বর জোড়া কেউ দি অঞ্চলে দলীয় পার্টি অফিসে এলেন শান্তির বার্তা নিয়ে ।

আজও তিনি বলেন পাড়াতে ১০ জন লোক দশটা দল করতেই পারে তার মানে এটা নয় যে সন্ত্রাস সৃষ্টি করবে এটা ঠিক নয় মানুষের মধ্যে ভালোবাসা যেন থাকে তা না হলে কেউ সুখে থাকতে পারবেন না ।যে মার খাচ্ছে সেও না যারা মারছে তারাও না ।তিনি বলেন আমরা নেতারা কেউ কলকাতা কেউ দিল্লিতে থাকবো কিন্তু এলাকায় আপনারা থাকবেন তাই আপনাদের প্রতি এটাই আমার আবেদন এলাকায় শান্তি বজায় রাখুন।এজন্য তিনি বারবার এলাকার শান্তি রাখার জন্য আবেদন করে।তিনি বলেন পাওয়ার হচ্ছে যেটা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। কর্মীদের সঙ্গে জনসংযোগ ও আগামী কর্মসূচি নিয়ে কথা বললেন। কর্মীদের মনোবল বাড়ানোর জন্য কর্মীদের সঙ্গে কিছুটা পায় হাঁটলেন সাংসদ নিজে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট