অলচিকি ভাষাকে আরও গুরুত্ব দিতে এবং প্রাথমিক শিক্ষায় এই ভাষার ব্যবহারের জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঝারগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 145 টি স্কুলের জন্য সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি স্কুলে দুজন করে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। মোট 290টি সাঁওতালি ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অতি দ্রুত এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর উদ্যোগে এই প্রস্তাব সাফল্য পেল বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী