মমতাকে জবাব মুকুলের


সোমবার,১০/০৬/২০১৯
694

নবান্নে সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেন, “আমায় জেলে পাঠিয়ে লাভ নেই । আমার মুখ বন্ধ করে বা সরকার ভাঙার চক্রান্ত করে BJP যদি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করবে, তাহলে মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর ।”

এরপরই সাংবাদিক বৈঠক করে তার পালটা জবাব দেন মুকুল রায় । তিনি বলেন, “নিজের ঘরের যদি 147 জন এসে বলে আমরা মমতার বিরুদ্ধে তাহলে BJP করবে ? সরকারকে ফেলার কথা ভাবছে না BJP। মমতা নিজের ঘরটা সামলে রাখুক । মানুষ মমতার বিরুদ্ধে ভোট দিয়েছে ।” BJP নেতা আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাজুড়ে অশান্তি ছড়াচ্ছে । BJP রাজনৈতিক ভাবেই লড়াই করবে । আমরা মুখ্যমন্ত্রীকে নিখোঁজের তালিকা এখনই পাঠাচ্ছি । তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগে করবেন তো?”

সন্দেশখালি ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেন, “দু’জন মারা গেছে । তিনজন নিখোঁজ । তাঁরাও খুন হয়েছেন বলে ধারণা ।”তিনি আরও বলেন, “নন্দীগ্রামে 56 জন খুন হয়েছেন বলে দাবি করেন মমতা । তিনি কি এই দাবি থেকে সরে গেছেন ?”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট