বসিরহাট থানার বিশৃঙ্খলা কে ইস্যু করে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত প্রশাসনের


সোমবার,১০/০৬/২০১৯
529

বসিরহাট থানার বিশৃঙ্খলা কে ইস্যু করে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত প্রশাসনের।সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টে বিজেপির জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যের বিশেষ প্রতিনিধি দল॥

পশ্চিম মেদিনীপুর :- আইনি বিশৃঙ্খলা কারণ দেখিয়ে হাইকোর্টের নির্দেশ থাকার পরও স্থগিত কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক ঝামেলা এবং অন্যান্য বিশৃঙ্খলা নজির ছিল কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির।পঞ্চায়েত নির্বাচনের পর এক বছর কেটে গেল আজও গঠন হলো না পঞ্চায়েত সমিতির বোর্ড।গতকাল একটি আইনি নোটিশ পাঠিয়ে বোর্ড গঠন বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।নাজাত এবং বসিরহাট জেলায় বিশৃঙ্খলা কারণ দেখিয়ে এই বন্ধের সিদ্ধান্ত নেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।শেষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কেশিয়াড়ি থেকে এগিয়ে থাকলেও ১৩(বিজেপি)-১২(তৃণমূল) থাকায় শাসক দল বিভিন্ন অশান্তি করে বোর্ড গঠন করতে দেয়নি,অভিযোগ বিজেপির।পঞ্চায়েত নির্বাচনের এক বছর পর লোকসভা নির্বাচন হলেও তার পরে হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশি নানা বিশৃংখলার কারণ দেখিয়ে বোর্ড গঠনের স্থগিতাদেশ দেওয়া হয়।এই কারণে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যের এক প্রতিনিধি দল কলকাতা হাইকোর্টে উদ্দেশ্যে রওনা দিয়েছে স্থায়ী সমাধানের আশায়।প্রসঙ্গত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পরই দুইজন তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সদস্যা শাসক দলের অভ্যন্তরে নানা দুর্নীতির ইস্যু করে যোগ দেয় বিজেপিতে।এর ফলে অস্বস্তিতে পড়ে শাসক দল।বিজেপির অভিযোগ- শাসকদল কেশিয়াড়ি দে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে না পারায় পুলিশ এবং প্রশাসনের সহায়তা নিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন বন্ধ করেছে।বিকেলে কেশিয়াড়িতে এর প্রতিবাদে মিছিল করবে বিজেপি।
অশান্তি হবে জেনে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।বোর্ড গঠন বন্ধ কে ঘিরে এলাকায় বিশেষ উত্তেজনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট