রবিবার ওভালে অস্ট্রেলিয়াকে পরাজিত করল ভারত। বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল মেন ইন ব্লু।


সোমবার,১০/০৬/২০১৯
625

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; এদিন ওভালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত।  এদিন টসে জিতে ব্যটিং এর সিদ্ধান্ত নেয় কোহলিরা। এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখা যায় টীম ইন্ডিয়ার দুই ওপেনারকে।  ওপেনিং জুটি রোহিত ও শিখর ধাওয়ান ১২৭ রানের পার্টনারশিপ গড়েন। ১০৮ বলে ১১৭ রান করেন শিখর ধাওয়ান, । রোহিত শর্মার আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি। এদিন বিরাট কোহলি করেন ৮২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ অভারে ৩৫২ রানে থামল ভারতের ইনিংস। অজিদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিংয়ে ভর করে রানের পাহাড়ে চড়ে  ভারত।  রান তাড়া করতে নেমে শুরু থেকেই সেটা মাথায় নিয়েই ব্যাটিং করতে থাকল অস্ট্রেলিয়া। মন্থর গতিতে হলেও ফিঞ্চ এবং ওয়ার্নার দলকে ভাল শুরু এনে দেন। কিন্তু দু’‌রান নিতে গিয়ে কেদার যাদবের দুরন্ত থ্রো’‌য়ে রানআউট হয়ে যান ফিঞ্চ । এরপর ম্যাচের হাল ধরেন  স্মিথ।

 

ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় অজিরা। বুমরাহ এবং ভুবি দুরন্ত বোলিং  এর সামনে তাসের ঘরের মত ভেঙ্গে পরে অজি ব্যাটীং লাইন আপ। শেষপর্যন্ত ৫০ ওভারে ৩১৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেল বিরাটের ভারত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট