বেহালায় কর্মীসভায় এসে পার্থ চ্যাটার্জি বললেন গত আট বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য চলছে এই ধরনের রক্তপাতের ঘটনা আগে ঘটেনি পশ্চিনবঙ্গে। ভারতবর্ষের লোকেরা দেখছে কারা খুন করছে কারা রক্তপাতের ঘটনা ঘটাচ্ছে কারা অশান্তি সৃষ্টি করছে কারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। উন্নয়নের নাম গন্ধ নেই বাংলায় কথা বলা নেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন এবং তাদের বাড়ি ছাড়া করবার এই পরিকল্পনার মধ্য দিয়েই তারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কে অবনতির দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতায়নের জন্য।
আমরা আবার বলছি প্রতিরোধ হবে শান্তিপূর্ণভাবে অহিংস ভাবে এবং বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে যে কুমিরা এসেছে তারা জলের কুমির বটে কিন্তু তারা রক্তের স্বাদ পাচ্ছে আমরা এই রক্তের স্বাদ পাওয়ার জন্য সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে বলছি লোকে দেখুক কোন গুন্ডা দাঙ্গাবাজ দের নিয়ে এসেছে যারা গিয়ে উস্কানি প্ররোচনা দিচ্ছে তারা এখন রক্তপাত ঘটাচ্ছে আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের পাশে দাঁড়ানো এবং এবং সঙ্গে সঙ্গে এ ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা এবং মানুষের সাথে থাকা পাশে থাকা।