নিজস্ব প্রতিবেদন; আজ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ। এই মুহুর্তে ভারতীয় দল দারুন ছন্দে রয়েছে। অন্যদিকে ব্যাটিংয়ে অজিদের ভরসা স্মিথ, ওয়ার্নার। আজ ওভালে মুখোমুখি হচ্ছে ভারত – অস্ট্রেলিয়া। রোহিত শর্মা প্রথম ম্যাচে সেঞ্চুরী করেছেন। দারুন ছন্দে রয়েছেন হিটম্যান। ভারত প্রথম ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় উইকেটে। অন্য দিকে পর পর দুই ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়াও। অন্যদিকে ভারতীয় বোলাররাও দারুন ফর্মে রয়েছেন ।
ভুবনেশ্বর কুমার, বুমরা, চাহাল , দুর্দান্ত ছন্দে রয়েছেন , যা যে কোন মুহুর্তে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ভারতীয় দল। সবমিলিয়ে এক অনবদ্য ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।