নেতাদের মুন্ডু কেটে দেওয়ার হুমকি দিয়ে পোস্টার ডেবরার বিজেপি পার্টি অফিসে


শুক্রবার,০৭/০৬/২০১৯
575

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সাটারে বিজেপি নেতাদের মুন্ডু কেটে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার লাগানোকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।বিজেপি নেতা নির্মল শাশমল জানান বৃহস্পতিবার রাতে পার্টি অফিস বন্ধ করে চলে যায়।সকালে বিজেপি নেতাদের মুন্ডু কেটে নেওয়ার হুমকি ও কয়েকজনের নাম দিয়ে দুটি পোস্টার লাগানো আছে। দেখা মাত্রই ডেবরা থানায় খবর দেওয়া হয়।ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে পোস্টার গুলি ছিঁড়ে ফেলে দেয়।লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে ডেবরায়।তাই ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃনমুল।

অপরদিকে ৮ নং গোলগ্রাম অঞ্চল তৃনমুল কংগ্রেসের সভাপতি শ্যামল মুখার্জী জানান এই ধরনের ঘটনা আমাদের দলের কোনো লোক করেনি। ওরা নিজেরাই এই পোস্টার লাগিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।আর যেটাকে ওরা পার্টি অফিস বলছে আদতে তা ওদের এক কর্মীরা দোকান।আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট