সারদা কাণ্ডে এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেইমতো এই দিন সকালে বিধান নগর সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার যান সিবিআই দপ্তরে। সিবিআইয়ের দুঁদে অফিসাররা নানান বিষয়ে তার কাছ থেকে জানতে চান বলে সিবিআই সূত্রে খবর। তবে সঠিকভাবে কি কি বিষয় তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সব পক্ষই। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যম আজকের জিজ্ঞাসাবাদ সম্পর্কে রাজীব কুমার এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেননি। সারদা তদন্তে সিবিআই রাজিব কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে সারদা-তদন্তে এর গোপন তথ্য লোপাট করার। এই নিয়ে আইনি লড়াই জারি রয়েছে।
বিধান নগর সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে রাজীব কুমার !
শুক্রবার,০৭/০৬/২০১৯
780