নিজস্ব প্রতিবেদন ; প্রথম ম্যাচে ব্যাটিংয়ের ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল পাকিস্তান দল। সোমবার এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেট প্রেমীরা। এদিন যাবতীয় সমালোচনার জবাব দিলেন পাক ক্রিকেটাররা। ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রানের লক্ষ্যে রাখেন ইংল্যান্ডের সামনে। এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা যায় পাক ক্রিকেটারদের । শেষ পর্জন্ত নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পরে যায় ইংল্যান্ড দল ।
কিন্তু ম্যাচের হাল ধরেন দুই ব্যাটসম্যান, জো রুট এবং জস বাটলার। দুজনেই এদিন দুর্দান্ত সেঞ্চুরী করেন। কাজে এল না তাঁদের চোখ ধাঁধানো ইনিংস। এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় সরফরাজ আহমেদরা।
এই ম্যাচে তাঁদের বোলিংয়েও সেই ট্র্যাডিশনাল পাক আগ্রাসন ছিল স্পষ্ট। সবমিলিয়ে বলা চলে বিদেশের মাটিতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল পাকিস্তান।