আক্তারুল খাঁন, হাওড়া আমতা: জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ এক সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উন্নয়ন ও সমাজকল্যাণের কর্মযজ্ঞে। ফেসবুক গ্রুপের সদস্যদের সহযোগিতায় চলছে উন্নয়ন ও সমাজকল্যাণ। যখন উন্নত প্রযুক্তির ব্যবহার করে সমাজে নানান রকমের বিভ্রান্তিমুলক ঘটনা ঘটে চলেছে, ঠিক তার উল্টো দিকে হেঁটে এগিয়ে চলেছে জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপ। সমাজের বিভিন্ন স্থানের গরীব দুঃস্থদের পাশে দাঁড়াতে, সেবা কর্মে নিয়োজিত আছে ফেসবুক গ্রুপের সদস্যরা। আবারও রবিবার বেশ কিছু গরিব দুস্থদের পাশে দাঁড়ালেন গ্ৰুপের সদস্যরা। জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট ডি,এন মিনিষ্টার স্পোটিং ক্লাবের সামনে দরিদ্র ও দিনমজুর পরিবারের সদস্যদের হাতে এদিন তারা ঈদ বস্ত্র খাবার সামগ্ৰি তুলে দেন।
প্রসঙ্গত ফেসবুক গ্রুপের সদস্যরা ইতিপূর্বে আমতার বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার আর্ত মানুষের পাশে থেকে সেবা করে চলেছেন।গ্ৰুপের কর্মকর্তা মিলন মাখাল,সতানু রাউত, বিশ্বজিৎ মন্ডল,রেনুকা পল্লে বলেন আমাদের এই সেবাকার্যে সাধারণ মানুষের অকুণ্ঠ সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন।আগামী দিনে তারা এইভাবেই আরও দরিদ্র প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন।