নিজস্ব প্রতিবেদন ; অবশেষে প্রতীক্ষার অবসান, তীব্র গরমের পর অবশেষে এল স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, রবিবার ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর দিনাজপুর, মালদহ, দার্জিলিং, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বৃষ্টি শুরু হয়েছে ।কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তাপমাত্রাও কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। অবশেষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র গরম থেকে স্বস্তি দিল বৃষ্টি।
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি
রবিবার,০২/০৬/২০১৯
826
বাংলা এক্সপ্রেস---