জয় লাভের পরে দিলিপ ঘোষের প্রথম জনসংযোগ


রবিবার,০২/০৬/২০১৯
692

পশ্চিম মেদিনীপুর:- একদিকে দেউলিতে বিজেপির বিজয় উল্লাস অন্যদিকে মেদিনীপুর লোকসভা থেকে জয়লাভের পর নারায়ণগার ব্লকে প্রথম জনসংযোগ দিলিপ ঘোষের।প্রথমে নারায়ণগড় ব্লকের বাখরাবাদে বিজেপির কর্মী সমর্থকেরা সংবর্ধনা জানায় বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষকে।পরে নারায়ণগড় ব্লকের পাতলি গ্রামে যায় দিলীপ ঘোষ।লোকসভা নির্বাচনে পাতলি গ্রামে বিজেপির পোলিং এজেন্ট পিন্টু ভূঁইয়াকে মারধর করে শাসক দল।পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তির অছিলায় গ্রেফতার করে।পিন্টু ভুইয়ার পাশাপাশি গ্রেফতার করা হয় প্রায় ১১ জন বিজেপি কর্মী। মেদিনীপুর লোকসভা থেকে বিজেপির পদপ্রার্থী হয়ে জয়লাভের পর প্রথম নারায়ণগড় সফরে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পিন্টু ভূঁইয়া পরিবারের লোকজনের সাথে দেখা করেন তিনি, পাশাপাশি আশ্বস্ত করেন যত শীঘ্রই সম্ভব গ্রেফতার হওয়ায় বিজেপি কর্মীদের ছাড়াবেন তিনি ।বেলদা থানা শ্যামপুর থেকে বাইক মিছিল করে পাতলি গ্রামে যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।দেখা করেন সকালে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু অরূপ দাসের বাবার সাথে।সান্তনা জানান পরিবারের লোকজনদের।অপরদিকে দেউলী ১২৬ নং বুথে গেরুয়া আবীর নিয়ে প্রায় দেড়শ জন কর্মী সমর্থকদের সাথে নিয়ে সারা দেউলী গ্রাম মিছিল করে বিজেপি দল।দিলীপ ঘোষ জয়লাভের পর একের পর এক জায়গায় মাথা চাড়া দিচ্ছে এই দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট