ক্যারিবিয়ান বোলিং ঝড়ে ১০৫ রানেই শেষ পাক ইনিংস।


শনিবার,০১/০৬/২০১৯
764

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; শুক্রবার ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু ক্যারিবিয়ান বোলিংয়ের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ম্যাচের শুরুতেই ইমামউল হকের উইকেটটি তুলে নিয়ে পাকিস্তানকে প্রথম ধাক্কাটি দেন শেলডন কটরেল। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় পাকিস্তান দল। আন্দ্রে রাসেলের দুর্ধর্ষ বোলিং অ্যাটাকের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল সরফরাজদের। ২১ ওভারে মাত্র ১০৫ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। এটাই বিশ্বকাপের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান।

থমাস চারটি এবং অধিনায়ক জ্যাসন হোল্ডার তুলে নেন তিনটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা । ৩৪ বলে দুরন্ত অর্ধ শতরান করে কার্যত একাহাতেই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই দুরন্ত জয় দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। তাঁর টুইট, ‘‘দারুণ বোলিং হয়েছে। এই পরিকল্পনাই দরকার।’’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট