বিশ্বকাপের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ বেন স্টোকস এর


শুক্রবার,৩১/০৫/২০১৯
689

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; এদিন শুরু থেকেই দারুন ছন্দে দেখা যায় ইংল্যান্ড দলকে। ঘরের মাঠে তারাই যে ফেভারিট তা তারা প্রথম ম্যাচেই প্রমান করলেন। ৪.১ ওভারে আদিল রশিদের বলে দক্ষিণ আফ্রিকার আন্দাইল ফেহলুকওয়েও-এর ক্যাচ মিড উইকেটে লাফিয়ে  উপর থেকে ডান হাতে ছোঁ মেরে তুলে নেন বেন স্টোকস। যা দেখে বিস্মিত ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্টোকসের এই ক্যাচ নয়া নজির গড়ল। ইংল্যান্ডের বড় ব্যবধানে জয়ের দিনে প্রধান আকর্ষণ স্টোকসের এই ক্যাচ তা বলার অপেক্ষা রাখে না। এদিন ঘরের মাঠে দারুন মেজাজে দেখা যায় ইংল্যান্ড দলকে। তাদের এই পারফরম্যান্স স্বাভাবিক ভাবে প্রথম ম্যাচে জয় এনে দিল। স্বাভাবিকভাবে ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক মর্গ্যান।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট