পৃথক দুই পথ দূর্ঘটনায় আহত ৪,গুরুতর আহত দুই, রাগে ঘাতক গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার


বুধবার,২৯/০৫/২০১৯
679

পশ্চিম মেদিনীপুর :- দুুই থানার অধিন পৃথক দুই পথ দূর্ঘটনায় আহত চার।গুরুতর আহত দুই।তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।প্রথম ঘটনা বেলদা থানার অন্তর্গত দেউলিতে।মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর সময় নিয়ন্ত্রন রাখতে না পেরে ধাক্কা মারে মাল বোঝাই একটি ছোট গাড়িতে।ঘটনায় আহত হয় তিন বাইক আরোহি।তাদের ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যেকের বাড়ি নারায়ণগড় থানা এলাকার বনতটা গ্রামে। পরের ঘটনা খড়্গপুর গামী জাতীয় সড়কে।

একটি বেপরোয়া পিক আপ ভ্যান ধাক্কা মারে এক সাইকেল আরোহী কে।ঘটনায় গুরুতর আহত হয় ওই সাইকেল আরোহী। ঘটনা দাঁতন থানার অন্তর্গত শাকারি বাজার এলাকায়।আহত ওই ব্যাক্তিকে ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ভাঙচুর করা ঘাতক গাড়িটিকেও।দাঁতন থানার পুলিশ এসে এলাকা শান্ত করে।দিন দিন এলাকায় দূর্ঘটনা বাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট