বিধায়কের উপস্থিতিতে মারধর বিজেপি সমর্থকদের, আহত এক মহিলা সহ তিন


বুধবার,২৯/০৫/২০১৯
609

পশ্চিম মেদিনীপুর :- বিজেপি করায় কর্মী সমর্থকদের মারধর তৃণমূলের।বিধায়কের উপস্থিতিতে বিজেপি কর্মীদের মারধর ও দোকান ভাঙচুর করে বলে অভিযোগ শাসক দলের দিকে।ঘটনা দাঁতন থানার অন্তর্গত মাটিবিরুয়াতে।ম‍ারধরের ঘটনায় আহত হয় বাড়ির গৃহকর্মী মহিলা আরতি দাস,হরিশচন্দ্র দাস,ও ছেলে শুভাশিষ দাস(১৮)অভিযোগ গতকাল রাতে বিধায়ক বিক্রম প্রধান মোহনপুর থেকে ফেরার সময় প্রায় জনা দুশ লোক নিয়ে আক্রমন চালায় বিজেপি কর্মী হরিশচন্দ্র দাসের বাড়ি।মারধর করে তার ছেলেকেও।গুরুতর ভাবে আহত হলেও কাউকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি তৃণমূল কর্মীরা।ঘটনার প্রতিবাদ করতে গেলে বিধায়কের উপস্থিতিতে হরিশচন্দ্র দাস কে মারধর করে দাঁতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এই ঘটনায় সকাল থেকে মাটিবিরুয়া এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।এলাকায় রাজনৈতিক চাপা উত্তেজনা।বিজেপি কর্মী হরিশ চন্দ্র দাস কে মারধরের প্রতিবাদে জলেশ্বর থেকে মোহনপুরগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিজেপি।এক্ষুনি বিজেপি যখন পথ অবরোধ করে তখন মাটিবিরুয়া গ্রামের ভিতর মারধর করে বিষ্ণুপদ দাস নামে এক বিজেপি কর্মীকে।পুলিশি প্রহারার সত্ত্বেও বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।আহত বিজেপি কর্মীকে দাঁতন হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশি নিষ্ক্রিয়তার প্রসঙ্গ তুলেচদে বিজেপি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট