পশ্চিম মেদিনীপুর :- সেই দিনটি ছিল ৫ই ডিসেম্বর,তৃণমূল স্থানীয় নেতৃত্বের হাতে খুন হন বিজেপি কর্মী বিপিন দাস।বিজেপি দল তখন সবে বিস্তার করছে।মুকুল রায় সদ্য যোগ দিয়েছে বিজেপিতে।তখনই বিজেপি কে সমর্থন করার কারণে তৃণমূলের হাতে ধারালো অস্ত্রের কোপে প্রান যায় বিজেপি কর্মী বিপিন চন্দ্র দাসের।মৃতদেহ নিয়ে দাঁতনের কাঁটাপাল এলাকায় বিপিন দাসের গ্রামে শোক মিছিল করে মুকুল রায় সহ বিজেপি দল।তার দেড় বছরের মাথায় মোদির দ্বিতীয় ইনিংসে শপথ অনুষ্ঠানে ডাক শহীদ বিপিন দাসের পরিবারের।বিপিন দাসের ছেলে সহ অপর একজন গতকাল রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে।ঘটনার বেশ অনেকটা দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ।মোদির সাথে সাক্ষাৎ করে দোষিদের গ্রেপ্তারের দাবি জামাবে তারা।শহীদ পরিবারের জন্য কি ব্যবস্থা নেয় বিজেপি দল সেটাই এখন দেখার।
শহীদ বিপিন দাসের পরিবারকে শপথ গ্রহনে উপস্থিত থাকার আবেদন মোদির।দাঁতন থেকে দিল্লি রওনা বিপিন দাসের ছেলের
বুধবার,২৯/০৫/২০১৯
828