এক মাস পর স্বাভাবিক ছন্দে ফিরল আমতা কোর্ট


বুধবার,২৯/০৫/২০১৯
591

হাওড়া,আমতা: দীর্ঘ একমাস পর স্বাভাবিক ছন্দে ফিরেছে হাওড়ার আমতা আদালত৷ আইনজীবীদের আন্দোলনের কারণে এক মাস বন্ধ ছিল আদালতের কাজ৷ যদিও বা ২৪ মে আইনজীবীদের কর্মবিরতি উঠে গিয়েছিল৷ মঙ্গলবার থেকে পুরোদমে কাজ শুরু হয়ে গেল৷উল্লেখ্য গত ২৪ এপ্রিল হাওড়া আদালতের সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে পুরো কর্মী ও আইনজীবীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। আইনজীবীদের অভিযোগ তাদের ওপর পুলিশ নির্মম ভাবে অত্যাচার চালায় তারই প্রতিবাদে দীর্ঘ এক মাস কর্মবিরতি ছিল হাওড়া জেলা সহ রাজ্যের সমস্ত আদালতের কাজ৷ অবশেষে মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবে শুরু হয় আদালতের কাজকর্ম৷ কাজে যোগ দেন সমস্ত আইনজীবীরাও। বিচার প্রক্রিয়া ফের স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে বিচার প্রার্থীরাও।

কাজে যোগ দিলেন হাওড়া বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাও। আইনজীবীরা কাজ শুরু করায় বিচার প্রক্রিয়া স্বাভাবিক হয়ে গেল আমতা আদালতে।আমতা আদালতে আসা সেখ আজিজুল নামে এক ব্যক্তি বলেন,আমি পাশবোর্ড করবার জন্য নাম এফিডেভিট করবো বলে একমাস ধরে আদালতে এসেও ঘুরে যেতে হয়েছিল। তবে এদিন আদালতের কাজ স্বাভাবিক হওয়ায় খুব খুশি তাঁরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট